এমডি সুয়েজ মিয়া, জগন্নাথপুর টাইমস :
নন্দন আর্টস”র আয়োজনে ২১ সেপ্টেম্বর, রবিবার বিকেলে লন্ডনের মেফেয়ার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ গজল সঙ্গীত সন্ধ্যা ২০২৫ ।
এ গজল সন্ধ্যার মূল আকর্ষণ খ্যাতিমান ভারতীয় গজল গায়ক, ভজন সম্রাট অনুপ জালোটা-জি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের একটি সেন্টারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন – নন্দন আর্টস এর পরিচালক রাজিব দাস।
পরে এ গজল সন্ধ্যা ও খ্যাতিমান ভারতীয় গজল গায়ক, অনুপ জালোটাজি সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বক্তব্য তুলে ধরেন উদয় শংকর দাশ, নজরুল ইসলাম বাসন ও হেলাল খাঁন প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- হাফসা নূর, নুরুল ইসলাম, রুবায়েত জাহান, রাজা কাশিফ সহ বিলেতে বাংলা মিডিয়ার ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অনেক সংস্কৃতিকর্মীবৃন্দ।
আয়োজকবৃন্দ জানান- ভারতের কিংবদন্তি গজল গায়ক অনুপ জলোটাজি প্রথমবারের মতো তিনি লন্ডনের বাঙালি কমিউনিটির জন্য সরাসরি পারফর্ম করবেন।
উপস্থিত অনুপ জলোটাজি বলেন- লন্ডনের এ গজল সঙ্গীত সন্ধ্যায় অংশ নিতে পেরে খুবই আননন্দিত ও উচ্ছ্বাসিত। বাঙালি শ্রোতাদের জন্য নান্দনিক এক গজল সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত, ২১ সেপ্টম্বর রবিবার, বিকেল ৫ টা থেকে — পূর্বলন্ডনের মেফেয়ার ভ্যানুতে আপনারা আসবেন উপভোগ করবেন এ সঙ্গীত সন্ধ্যা, আপনারা দর্শকরা আমাদের প্রাণ, অনুষ্ঠানের সৌন্দর্য ।