জগন্নাথপুর টাইমসরবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সমিতি, সিলেট এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সুনামগঞ্জ সমিতি, সিলেট এর উদ্যোগে এসএসসি-সমমান ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।

সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সমিতি, সিলেট এর সভাপতি এডভোকেট মো. মোজাককির হোসেন কামালী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক কাসমির রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ভুবজয় আচার্য্য, সমিতির সাবেক সভাপতি এড. রাজ উদ্দিন, সমিতির সাবেক সভাপতি নাছিম হোসেইন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহবাব খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মো. সিদ্দিকুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, সমিতির বর্তমান সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ কনা মিয়া, সমিতির বর্তমান সহ-সভাপতি প্রফেসর আব্দুল মান্নান খান, সমিতির বর্তমান সহ-সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি নাছিম হোসেইন ও প্রফেসর ভুবজয় আচার্য্য।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন দীব্যজ্যোতি গোস্বামী ও জেনিথ জামান নিজিয়া।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও জ্ঞানচর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে “ভাটির কথা” সংবর্ধনা স্মারক ২০২৫ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অতিথিদের সংক্ষিপ্ত প্রোফাইল পাঠ করেন সমিতির অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শেষাংশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ছাব্বির আহমদ, অধ্যাপক খছরুজ্জামান ও মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক এটিএম তারেক ও ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ছাদিকুর রহমান। বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।