এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ব্রিটেনের হাউজ অব কমন্সে অনুষ্ঠিত হলো আর এ ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম। এতে উপস্থিত সুধিজন সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।
আর.এ ফাউন্ডেশন ইংল্যান্ড, ওয়েলস ও বাংলাদেশে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা অন্যতম। সম্প্রতি হাউজ অব কমন্সে এই ব্রিটিশ রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক মোঃ রহমত আলী । প্রধান অতিথি ছিলেন লন্ডনের পপলার ও লাইম হাউস আসনের এমপি আপসানা বেগম।
বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস আকবর হোসেন এবং বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পি শুভ্র দেব।
ইভেন্ট পরিচালনা করেন তামান্না মিয়া এবং কোরআন তেলাওয়াত করেন মনির খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অসংখ্য কমিউনিটি নেতা, সাহিত্যিক, শিক্ষক ও সমাজসেবক। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মো. আয়াস মিয়া, হুমায়ুন কবির, শাহ মুনিম, আসমা মতিন, প্রফেসর মিসবাহ কামাল, আবুল কালাম আজাদ ছোটন, ড. সিরাজ আলী, সৈয়দ জহুরুল হক প্রমুখ।
বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে এর মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি এমপি আপসানা বেগম বলেন, সংগঠনের মাধ্যমে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
স্পিকার সুলুক আহমদ উল্লেখ বলেন, আর.এ ফাউন্ডেশন নানা কার্যক্রমের মাধ্যমে কাজের পরিধি আরও বিস্তৃত করতে সক্ষম।
বিশেষ অতিথি মিনিস্টার প্রেস বলেন, সংস্থার কাজ বাংলাদেশের গরীব মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। শিল্পি শুভ্র দেবও ফাউন্ডেশনের প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুতি জানান।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি অনুষ্ঠানটি কবিতা, গান ও ডকুমেন্টারী দ্বারা সমৃদ্ধ হয়। সঙ্গীত পরিবেশন করেন শুভ্র দেব, কবিতা আবৃত্তি করেন আসমা মতিন এবং “প্রতিবাদি কণ্ঠ” শিরোনামে একটি কবিতা আবৃত্তি ভিডিও প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
উল্লেখ্য, এমপি আপসানা বেগমের সহযোগিতায় এবার দ্বিতীয়বার হাউজ অব কমন্সে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংগঠন বিগত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা, নিরাশ্রয়দের ঘর নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদ সামগ্রী বিতরণ প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়েও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি