জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গাজায় স্থায়ী শান্তির দাবিতে লন্ডনে হাজারো মানুষের সমাবেশ

Jagannathpur Times Uk
অক্টোবর ১৪, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আনসার আহমেদ উল্লাহ,
জগন্নাথপুর টাইমস বিশেষ প্রতিনিধি :

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ“গাজায় স্থায়ী শান্তি”র দাবিতে বিক্ষোভে অংশ নেন।

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC) আয়োজিত এই বিক্ষোভ মিছিলভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট থেকে শুরু হয়ে হোয়াইটহল পর্যন্ত গিয়েছিল। মিছিলটি গাজায় যুদ্ধের দুইবছরপূর্তি উপলক্ষে আয়োজিত হয়।
আয়োজকরা এটিকে “দুইবছরের গণহত্যা” বলে উল্লেখ করেন এবং বলেন, যুদ্ধবিরতি হলেও যুক্তরাজ্য সরকারের ওপর চাপ বজায় রাখা জরুরি। কারণ যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি বদলায়নি। এখন আরও বেশি করে আমাদের যুক্তরাজ্য সরকারকে চাপ দিতে হবে, যেন ইসরায়েল তার গণহত্যা, দখলদারিত্ব ও বর্ণবৈষম্যমূলক শাসন বন্ধ করে,” আয়োজকদের পক্ষ থেকে বলা হয়।

পিএসসি-এর এক বিবৃতিতে বলা হয়, লন্ডনের এই মিছিল প্যালেস্টাইনেরজনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে, “যেখানে গণহত্যায় ৬৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৮,০০০ শিশু। গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, ৯০% ঘরবাড়ি ধ্বংস, কোনো হাসপাতাল পুরোপুরি সচল নয়, আর লক্ষাধিক মানুষ অনাহারের মুখে।

যুদ্ধবিরতির খবরে অংশগ্রহণকারীরা স্বস্তি প্রকাশ করলেও, অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে এটি টিকবে না। আয়োজকরা বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল প্রতিটি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পশ্চিমাদেশগুলো, বিশেষত যুক্তরাজ্য, তাদের এতে সহায়তা করেছে।

এই কারণেই আমাদের মিছিল চালিয়ে যেতে হবে যাতে আমাদের সরকার ইসরায়েলের গণহত্যা, দখল ও বর্ণবৈষম্যের সহযোগিতা বন্ধ করে,” বলেন আয়োজকরা।

নূরুদ্দিন আহমেদ, লন্ডনভিত্তিক সংগঠন বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন (BfP)-এর প্রতিনিধি, বলেন, এই সংগ্রাম ন্যায়বিচার ও প্যালেস্টাইনের জনগণের অধিকার অর্জনের সংগ্রাম। আমাদের কেউই মুক্ত নই, যতক্ষণ-না প্যালেস্টাইনের জনগণ মুক্ত হয়েছেন ।

তার সহকর্মী রাজনউদ্দিন জালাল যোগ করেন, এই কারণেই আমরা আবারও, শত-সহস্র মানুষ নিয়ে, লন্ডনে মিছিল করছি।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শহিদ আলী, সৈফুল আলম, আহমেদ ফকর কামাল, শফিক আহমেদ, আলা মিয়া আজাদ বকত চৌধুরী এবং হুসাইন আহমেদ হীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।