জগন্নাথপুর টাইমসশনিবার , ১৮ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৩ জানুয়ারি ২০২৬ এমসি কলেজ, সিলেট এর অর্থনীতি বিভাগের রি–ইউনিয়ন

Jagannathpur Times Uk
অক্টোবর ১৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রহিম, জগন্নাথপুর টাইমস নিউজ ডেস্ক :

আগামী ৩ জানুয়ারি ২০২৬ এমসি কলেজ, সিলেট এর অর্থনীতি বিভাগের রি–ইউনিয়ন। এ উপলক্ষে এলামনাই এসোসিয়েশন,অর্থনীতি বিভাগ, এমসি কলেজ, সিলেট এর পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) আসন্ন রি–ইউনিয়ন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে এমসি কলেজ, সিলেটের অর্থনীতি বিভাগের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমিনুল ইসলাম (২০১২-১৩) ও মারুফ আহমেদ (১৯৯৩-৯৪) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এমসি কলেজ, সিলেট এর অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন-কে আহ্বায়ক এবং আমিনুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও জাকারিয়া চৌধুরী, দিলীপ কুমার, প্রফেসর মোঃ তোতিউর রহমান,মোঃ পারভেজ আলম কে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ মারুফ আহমেদ -কে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

প্রত্যেক শিক্ষাবর্ষ থেকে দুইজন প্রতিনিধিত্বকারী সদস্য নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমটি গঠন করা হয়।

এমসি কলেজ ক্যাম্পাসে আগামী ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা আসন্ন পুনর্মিলনীকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রত্যেক শিক্ষাবর্ষের প্রতিনিধিত্বকারী সদস্যকে নিজ-নিজ ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, এই রি–ইউনিয়ন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন তৈরি করবে। তাঁরা আশা প্রকাশ করেন যে, সকলের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

আহ্বায়ক কমিটি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপ–কমিটি গঠন করবে এবং এমসি কলেজ, সিলেট ক্যাম্পাসে আগামী ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।