সৈয়দ কাহের, কার্ডিফ থেকে :
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল কার্যকরি নতুন কমিটিকে অভিষিক্ত করা হয়েছে। এসভায় নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার দাবী জানানো হয়।
ব্রাডফোর্ড এর শাপলা কমিউনিটি সেন্টারে ১৭ অক্টোবর বেলা ৩ ঘটিকায় সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নর্থরিজিওনের সেক্রেটারি এনামুল হক ও জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই।
বিশেষ অতিথি হিসাবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, গ্রেটার সিলেট এর সাবেক সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, ড. মনুজ জোসি এমবিই, কমিউনিটি ব্যাক্তিত্ব শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, সংগঠন এর কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান. রিজিওনাল ট্র্বেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েষ্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তোফা, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, উনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার,সাউথ ওয়েষ্ট রিজিওনাল ট্রেজারার সোহেল মিয়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ কাহের প্রমুখ। পবিত্র কোরআন মজিদ থেকে তেলওয়াত করেন আব্দুল কুদ্দুস।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন , এনামুল হককে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রবাসীদের বাংলাদেশে ও বিমানবন্দরে নানা ধরনের হয়রানি বন্ধ, নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং সিলেট টু ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ অবিলম্বে সর্বোচ্চ গতিতে সম্পন্ন করার জোর দাবী জানিয়েছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫ ও ২০২৭ সালের জন্য নতুন কমিটিতে কাউন্সিলার আশরাফ মিয়াকে চেয়ারপার্সন, এনামুল হককে জেনারেল সেক্রেটারী ও কাউন্সিলার ফুলজার আহমদকে ট্রেজারার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন ও ইসমাইল আলী মিরাস।
২০২৫ ও ২০২৭ সালের জন্য নব নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন,ভাইস চেয়ারম্যান, মনওর আলী রুকনুজ্জামান, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ লয়লু মিয়া,খালিদুর রহমান, আসক আলী, আব্দুল খালিক,পংকি মিয়া, জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া, ও আব্দুল কুদ্দুস, জয়েন্ট ট্রেজারার শাহীন আহমেদ ও আজমল হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি শাহিদুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি জুনেদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কবির আহমেদ, জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি নাজমুল ইসলাম, সুন্দর আলী, ও গিয়াস উদ্দিন, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি শেখ মোহাম্মদ আলেক্স, জয়েন্ট প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি এমদাদুল হক ও মুসা আহমেদ, কালচারাল সেক্রেটারি নুরুজ্জামান জামাল, জয়েন্ট কালচারাল সেক্রেটারি মনির পারভেজ, স্পোর্টস সেক্রেটারি আরজ আলী, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি হেলাল মিয়া, এডুকেশন সেক্রেটারি সয়ফুর রহমান, জয়েন্ট এডুকেশন সেক্রেটারি শেখ মোহাম্মদ লায়েক মিয়া,রিলিজিয়াস সেক্রেটারি এম এ মান্নান, জয়েন্ট রিলিজিয়াস সেক্রেটারি লুতফুর রহমান, উইমেন্স অর্গানাইজিং সেক্রেটারি জয়নব আক্তার, ইসি মেম্বার মোহাম্মদ মালিক,সিরাজুল ইসলাম, ও মোহাম্মদ সিরাজ মিয়া। সম্মানিত উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন,ও ইসমাইল আলী মিরাস।