জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের হয়রানি বন্ধ ও ঢাকা-সিলেট ছয়লেন দ্রুত সম্পন্নের দাবি- জিএসসি ইউকের কেন্ট রিজিওনের সভায় বক্তারা

Jagannathpur Times Uk
অক্টোবর ২৫, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

ব্রিটেনের কেন্ট শহরে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক অনুষ্ঠান।
২৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় স্থানীয় এক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীরা সিলেট অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল, অথচ সিলেটবাসী আজও প্রশাসনিক অবহেলার শিকার। এটা মেনে নেওয়া যায় না।” তারা দ্রুত ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ। নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, ইউকে-বিডি টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় ও রিজিওনাল পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ড. হাসনাত এম হোসাইন বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে জনদুর্ভোগ চরমে। অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

কেন্দ্রীয় সদস্য সচিব ড. মুজিবুর রহমান বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হলো প্রবাসীদের ঐক্য জোরদার করা এবং সিলেট ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

সভাপতির বক্তব্যে হারুনুর রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি সিলেটের ন্যায্য দাবি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

এ সময় নবগঠিত কমিটিতে মুক্তার আলীকে চেয়ারপার্সন, তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারি, আব্দুল আহাদকে ট্রেজারার এবং কবি নুরজাহান শিল্পীকে উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান। শেষে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।