জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ও উন্নত নগরী রূপান্তরের অঙ্গীকার -সিলেটে ফিরে আনোয়ারুজ্জামান

Jagannathpur Times Uk
এপ্রিল ১৮, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের পর সিলেটে ফিরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, তিনি নগর পিতা নন, নগরবাসীর সেবক হতে চান। নির্বাচিত হলে সিলেটকে পরিবর্তিত, স্মার্ট ও উন্নত নগরী হিসেবে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল ২০২৩) বিকেলে ঢাকা থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। গত শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর গত রোববার সকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।

সিলেটে ফেরার পর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, সিলেটে আওয়ামী লীগে কোন বিভেদ নেই। নৌকাকে বিজয়ী করতে সকলেই ঐক্যবদ্ধ বলে জানান তিনি। তাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী সিলেটকে ঘোষণা করতে চাই’। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্বাগত জানাতে দুপুর একটা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেন। এ সময় তারা ‘নৌকা নৌকা’ স্লোগান দিতে থাকেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।