জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ অক্টোবর ২০২৫, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
অক্টোবর ২৫, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ শাহেদ রাহমান,
জগন্নাথপুর টাইমস :

যুক্তরাজ্যের পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউনহলের সামনে ও আশেপাশের বিশাল এরিয়া জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এতে ভিন্ন-ভিন্ন শ্লোগানে প্ল্যাকার্ড ও ফ্যাস্টুন হাতে নিয়ে শান্তিকামী হাজার হাজার মানুষের সমাগম হয়। সবার একটি কথা বর্ণবাদ নিপাত যাক, সমাজে শান্তি প্রকাশ পাক। বিভেদের বিরুদ্ধে আমাদের ঐক্য। ডানপন্থীদের মিছিল আমরা ঠেকিয়েছি, এই অর্জন শান্তিকামী মানুষের।

শান্তি মিছিলে আসা রাবাব হোসেইন বলেন— টাওয়ার হ্যামলেটসে বর্নবাদের কোনো স্থান নেই। নেই কোনো বিভাজনের সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়েছি।

ক্রিস্টাস বলেন, বর্ণবাদ, সহিংসতা এবং বিভেদের বিরুদ্ধে আমাদের ঐক্য প্রদর্শনের জন্য আজ আমরা এই শান্তিপূর্ণ সমাবেশে একত্রিত হয়েছি। ঐক্যই আমাদের শক্তি।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত বর্ণবাদের বিরুদ্ধে এ বিক্ষোভ ও শান্তি মিছিলে এসে সমবেত হন —জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে বহুজাতিক সচেতন ব্রিটিশ নাগরিকবৃন্দ, ব্রিটিশ বাঙালি এমপি, রাজনীতিবিদ, আইনজীবি, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, ছাত্র-শিক্ষক, শিশু, নারীসহ সাধারণ নাগরিকবৃন্দ। এটি ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে এই শান্তি সমাবেশের আয়োজন ছিল।

সরেজমিন পরিদর্শন করে দেখাগেছে— স্থানীয় পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকের নিরাপত্তায় ও শান্তিপূর্ণ সমাবেশের জন্য টাউনহলের আশেপাশে রোডগুলো গাড়ি চলাচল বন্ধ করে সাধারণ জনগণের চলাচল উম্মুক্ত রেখেছে এবং কঠোর নিরাপত্তা জোরদার করেছে।

একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ব থেকেই শনিবার এখানে ইউকিপ এর সমাবেশ ঘোষণা করেছিল।
এটি একটি রাজনৈতিক গোষ্ঠী যারা চরম ডানপন্থী মতাদর্শ ধারণ করে। তারা প্রায়শই বিক্ষোভ ও প্রতিবাদের আয়োজন করে থাকে, বিশেষ করে লন্ডনের মতো বড় শহরগুলিতে তাদের কার্যক্রম দেখা যায়। যখন তাদের আগমন হয় তখন জনমনে আতন্ক দেখা দেয়, চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বিভিন্ন অঘটন দেখা দেয়।
এবার এগুলো এড়াতে পুলিশ সেটি আগে থেকে বন্ধ করে দিয়েছিল। যার কারণে কোন অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি।

শুধু বর্ণবাদ বিরুধী বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
খন্ড খন্ড বর্ণবাদ বিরুধী সমাবেশে বক্তারা বলেন- যুক্তরাজ্য বহুজাতিক মানুষের দেশ, এখানে মানুষ মিলেমিশে থাকবে, শান্তিপূর্ণ সমাজ ও উন্নতশীল ব্রিটেন গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

এই ব্রিটেনে আমরা শান্তিপ্রিয় মানুষেরা কোন বর্ণবাদ, ফ্যাসিস্ট, মাদক, সন্ত্রাসবাদ ইত্যাদি দেখতে চাই না।
আমরা চাই সবাই দাঁড়াক — স্ট্যান্ড আপ দ্যা রেইসিজম।
সবার মুখে মুখে শ্লোগান হোক — স্টপ দ্যা ফার রাইট,
নো ইসলামোফোবিয়া, নো এন্টিসিমিটিজম, উইমেন এগেইস্ট দ্যা ফার রাইট, রিপোজি আর ওয়েলকাম হিয়ার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।