জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ নভেম্বর ২০২৫, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্যালেস্টাইনের সমর্থনে ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
নভেম্বর ৩, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আনসার আহমেদ উল্লাহ :

শান্তিকামী মানুষেরা ফ্যালেস্টাইনের সমর্থনে জরুরি প্রতিবাদ সমাবেশ ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শতাধিক বিক্ষোভকারী গত ৩০ অক্টোবর লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হন গাজায় বোমা হামলা বন্ধের দাবিতে এক জরুরি প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
“এন্ড দ্য জেনোসাইড” এবং “স্টপ বম্বিং গাজা” স্লোগানে আয়োজিত এই সমাবেশে বক্তারা যুক্তরাজ্য সরকারকে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানাতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

বেঙ্গলিস ফর প্যালেস্টাইন সংগঠনের সদস্যরা, নূরুদ্দিন আহমেদ, জালাল রাজনউদ্দিন, শফিক আহমেদ, সয়ফুল আলম, অ্যাডভোকেট এ.কে.এম. করিম, লুকমান উদ্দিন এবং জাভেদ আহমেদ সমাবেশে উপস্থিত ছিলেন। তারা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সহিংসতা বন্ধের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও ন্যায়বিচারের দাবিতে নানা প্ল্যাকার্ড বহন করেন। তারা গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে “সমষ্টিগত শাস্তি” হিসেবে বর্ণনা করে নিন্দা জানান। এই প্রতিবাদ ছিল বিশ্বের বিভিন্ন শহরে অনুষ্ঠিত সংহতি আন্দোলনের অংশ।

সমাবেশে বক্তারা মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বেসামরিক জনগণের ওপর হামলার দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।