এম আর খালেদ, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির স্মৃতিচারণ অনুষ্টান লন্ডনে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রয়াত শিক্ষকবৃন্দকে নিয়ে এক স্মৃতিচারণ ও স্মরণসভা মাস্টার আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্ব করেন।
এ স্মরণসভাটি পরিচালনা করেন স্কুলের প্রাক্তন ছাত্র মির্জা জুয়েল আমিন।
এ সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন কমিউনিটি নেতা মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ফুটবলার ও সংগঠনের আহ্বায়ক জুবায়ের আহমদ হামজা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর, ক্রয়ডনের ডেপুটি মেয়র মোঃ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবাব মিয়া, সাংবাদিক ডক্টর আহমেদ উল্লাহ, লেখিকা সাওদা কবির, ব্যারিস্টার জয়নাল আবেদীন, মাস্টার আমির উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দিলুল হক দুলাল, সোনালী অতীত ইউ কের সদস্য সচিব আতাউর রহমান চৌধুরী, ডাক্তার গিয়াস উদ্দিন, প্রফেসর সানোয়ার আলী কয়েস, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কমিউনিটি নেতা শামীম আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা ফিরোজ মিয়া, মাওলানা ওয়াহিদ সিরাজী, মাওলানা তাজুল ইসলাম, নারীনেত্রী হেনা বেগম।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সর্বজনাব, দিলবর আলী, আব্দুস সাত্তার, খালিক আহমদ, জামিল আহমদ, কবির মিয়া, গুলাব মিয়া, জান্নাতুল ইসলাম বাবুল, ইকরামুল হোসেন ইমন, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ তুষার, আবুল হাসনাতক কয়েস, মোঃ শামীম আহমেদ, মোহাম্মদ সুমন মিয়া, ফারুক আহমদ, আনোয়ার মিয়া, আব্দুল মতিন কুটি ও শামীম আহমদ।
দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়াহিদ সিরাজী। আগামী বছর ২০২৬ এ জানুয়ারিতে শতবর্ষ পালন করা হবে বলে ঐক্যমত পোষণ করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে শেখরের টানে শিক্ষকদের নিয়ে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়। মোনাজাতের মাধ্যমে সবার মাগফেরাত এবং শান্তি কামনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি
