সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণবাসীর উদ্যোগে এ সমাজের আলোকিত মানুষ, ঢাকাদক্ষিণের কৃতিসন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খায়রুল আলমের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে তাকে সম্মান জানিয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৪ঠা নভেম্বর)পূর্বলন্ডনের একটি হলে কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদুর রহমান শানুর এর সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছির।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিটিস দেওয়ান নজরুল ইসলাম
উপস্থিতির মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন- খায়রুল আলমের স্কুল এবং কলেজ জীবনের সহপাঠীরা। তন্মধ্য উল্লেখযোগ্য আব্দুল কাদির, সাদেক আহমেদ খান, রুহুল কুদ্দুস জুনেদ, ওয়েছ আহমদ, তাজুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, সোহেল আহমেদ কোরেশী, শাহীন আহমেদ, সাব্বির আহমেদ সেলিম, সোহেল আহমেদ, গোলাম মনোয়ার খান বাবর, আজিজুর রহমান, রসুম জসিম উদ্দিন, কাওসার আহমেদ জগলু, মারুফ আহমেদ, শামীম আহমেদ, আলী আহমদ খান বেদু, মাসুদ আহমেদ লিপু, আজিজুর রহমান, হোসেন আহমেদ সুজা, দীপু চৌধুরী, এতোয়ার হোসেন মুজিব, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সৈয়দ এনামুল হক, শাহজাহান আহমেদ ও আব্দুল মুমিন।
আরো উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, হেলাল আহমেদ, মোহাম্মদ শামীম আহমেদ, টিপু চৌধুরী, এমদাদ হোসেন টিপু, শোয়েব আহমেদ, রায়হান উদ্দিন, আব্দুল মতিন, সোবহান উদ্দিন,কয়েছ আহমেদ।
সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানাতে লন্ডনের বিভিন্ন শহর থেকে তার শুভানুধ্যায়ীরা ছুটে আসেন।
খায়রুল আলম একজন মানবহিতৈষী সৃজনশীল মানুষ। তিনি সততার সহিত তার আইন পেশা চালিয়ে যাচ্ছেন। তিনি সত্যি সবার হৃদয়ের ও ভালোবাসার মানুষ।
ব্যক্তিগত জীবনে তিনি সফল একজন মানুষ অত্যন্ত মেধাবী, বিনয়ী, মানবাধিকার কর্মী হিসাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।তার সেই উষ্ণতা স্নেহময় ভালোবাসায় সকল শ্রেণি-পেশার মানুষের সাথে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
সভায় ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাফল্য ও ভবিষ্যতে আরও এগিয়ে যাবার জন্য সকলের সহযোগিতার জন্যে আহবান জানানো হয় এবং পাশাপাশি জেলা প্রশাসক গোল্ডকাপ টুনামেন্টে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধিত অতিথি খায়রুল আলম বলেন, সমাজে রাষ্ট্রে আইন সেবা দিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের পরিবারের অর্থায়নে গোলাপগন্জে “ব্রিটিশ আউডিয়াল স্কুল” নামে একটি স্কুল পরিচালনা করে যাচ্ছেন, এরকম জনহিতকর কর্মকাণ্ডের সহিত নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি অত্যন্ত সাদামাটা জীবনের অধিকারী, সততা ও নিষ্ঠার সাথে তাঁর কর্মব্যস্ত জীবন। আগামীতে তাঁর কর্মগুণ দিয়ে এগিয়ে যাবার সংকল্প ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় তাকে ফুল দিয়ে বরণ করেন তারই স্কুল জীবনের সাথীরা এবং সভার শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্মানিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি
