আনসার আহমেদ উল্লাহ
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর টাইমস:
বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল (যুক্তরাজ্য) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের কাছে এক স্মারকলিপি পাঠিয়ে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ ৩৭ জন শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
স্মারকলিপিটি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়। এতে ওয়ার্কার্স কাউন্সিলের সভাপতি হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলীর স্বাক্ষর রয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় ছিল। কিন্তু দেড় বছর পর দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বরং সরকার এখন “রাজনৈতিক দরকষাকষি ও ক্ষমতার ভারসাম্য” নিয়ে ব্যস্ত, যেখানে সাধারণ মানুষের জীবন, রুটি-রুজি ও ন্যায্যতার প্রশ্ন উপেক্ষিত হচ্ছে। ওয়ার্কার্স কাউন্সিল অভিযোগ করেছে যে, অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার সমাজে উগ্র জাতীয়তাবাদী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যার ফলে শ্রমজীবী ও প্রান্তিক জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়া এবং চা শ্রমিকদের জীবনধারণযোগ্য মজুরি নির্ধারণে কোনো উদ্যোগ না নেওয়া শ্রমিকবিরোধী মনোভাবের প্রমাণ। ওয়ার্কার্স কাউন্সিল দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের সময়েও আগের সরকারের মতো দমনমূলক আইন ও নীতিমালা বহাল রয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় সিলেটের ঘটনাকে, যেখানে রিকশাচালক ও ইজি বাইক চালকদের ওপর পুলিশি হামলা চালানো হয় এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সিলেটজুড়ে প্রতিরাতে পুলিশি অভিযান চলছে, যা শ্রমিক সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে।
সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানায় শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা শুরু করে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তি
