জগন্নাথপুর টাইমসশনিবার , ৮ নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ‍্যে পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপিত

Jagannathpur Times Uk
নভেম্বর ৮, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এ আর খালেদ, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

যুক্তরাজ‍্যে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধদের বুদ্ধ বিহার জেতবন বিহার লন্ডন”এর ৩য় পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫ উদযাপিত হয়েছে।

সম্প্রতি জেতবন বিহার লন্ডনের মাননীয় বিহারাধ‍্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথেরো মহোদয় ধর্মীয় কার্যক্রম উদ্বোধন করেন। লন্ডনের এ সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত শ্রীলংকান সংঘরাজ ভদন্ত ডঃ হেমরত্ন মহাথের।

প্রধান অতিথি হিসাবে ছিলেন ওয়াট ফ্রা বুদ্ধারামের বিহারাধ‍্যক্ষ ভদন্ত ফ্রা মহাসমচায় মহাথের।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদীয়মান সাংঘিক ব‍্যক্তিত্ব বাংলাদেশ হতে আগত সদ্ধর্মদেশক ভদন্ত জিনানন্দ থের। ওয়াট ফ্রা ধম্মাকায়া, মগক বিহার, সম্বোধি বিহার হতে অতিথি ভিক্ষুরাও উপস্থিত থেকে সভার শোভাবর্ধন করেন।
পুরোদিন ব‍্যাপি নানা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে যথাযথ মর্যাদায় দানোত্তম কঠিন চীবর দান সমাপ্ত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে মাননীয় বাংলাদেশ হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম।

মাননীয় হাইকমিশনার আবিদা ইসলাম, উনার মূল‍্যবান বক্তব‍্যে বুদ্ধ ও কঠিন চীবর দানের চমৎকার ধর্মীয় বিশ্লেষন প্রশংসিত বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী স্যার স্টিপেন থিমস এমপি। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বৌদ্ধদের এই মহাআয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

এ সভায় একপর্যায়ে বোদিয়ান চিলড্রেন এডিকেশন ইউকে এর সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করেন প্রিন্সিপাল শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথের।

কঠিন চীবর দানের আহ্বায়ক চন্দন বড়ুয়া উনার সমাপনী বক্তব‍্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মীয় ও সামাজিক পর্বের পরিসমাপ্তি ঘোষনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।