জুবায়ের আহমদ, লন্ডন :
বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নবেম্ভর) অপরাহৃ ২ টার পর থেকে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা দলে দলে পূর্বলন্ডনে এ বিক্ষোভ সমাবেশ এসে যোগ দেন। নেতাকর্মীরা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আই সি সি ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল লন্ডনের বাংলা টাউন প্রদক্ষিণ করে আলতাব পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- বাংলাদেশে ইউনুছ সরকারের সাজানো হিংস্বার্থক, প্রহসনমূলক, বিচার নামক এই নাটক যে মন্চত্ব হলো তা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। আমরা এই প্রহসন মূলক বিচারের তীব্র নিন্দা জানাই। বাংলার মানুষ জাগবে, বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। সেদিন আর বেশী দুরে নয়। তবে এর আগে ক্যাঙ্গারু আদালতের ড্রামা প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ।
