জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় শক্তিশালী ভূমিকম্প : ঢাকা জেলায় যেসব ভবন ক্ষতিগ্রস্ত

Jagannathpur Times Uk
নভেম্বর ২১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাহিদ জায়গীরদার, ঢাকা থেকে :

২১ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, ভয়াবহ ভূমিকম্প! এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত জানা গেছে— ঢাকার বাড্ডায় একাধিক ভবন হেলে পড়েছে, পুরান ঢাকায় ৩ জনের মৃত্যু!নারায়ণগঞ্জে ১ শিশুর মৃত্যু!

শুক্রবার সকাল ১০:৩৯ মিনিটে ঢাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের এই কম্পনে শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাড্ডা লিংক রোডসহ আশপাশের এলাকায় একাধিক ভবন হেলে পড়েছে। মানুষজন ভয়ে ভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছে।

পুরান ঢাকার কসাইটুলীতে ভবনের রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফাটল, দেয়াল ভাঙা ও আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে।

এ ভূমিকম্পে ঢাকা জেলায় যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে—
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ঢাকা জেলায় ১৪টি ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।

ঢাকা জেলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকায় রয়েছে– মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।