নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নবেম্ভর) ভোরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মোঃ জুলহাজ মিয়ার ছেলে মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে মোঃ দিদার মিয়া (২৯), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ সেরালি মিয়ার ছেলে নজরুল (২৭)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতে পাঠানো হয়েছে। এসময় বালুভর্তি ইঞ্জিনসহ ০৩ টি বাল্কহেড, বলগেট জব্দ করে আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়।
এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলার জুবায়ের আহমদ, জিতু মিয়া, মুজিবুর রহমান, আব্দুর রহমান জুয়েল, জয়নাল মিয়া, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পুরাতন কসবা গ্রামের মাহমদ মিয়া, জামারগাঁও গ্রামের ফখরুল মিয়া, দিঘলবাক গ্রামের রুয়েল মিয়া, গোপরাপুর গ্রামের নূরুল আমিনসহ একটি চক্র বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাবে তাদের বিররুদ্ধে আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।
