আব্দুর রহিম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ আয়োজন করেছে ‘জাল্টাব’।
জাপানি ভাষা শিক্ষক সমিতি বাংলাদেশ (জাল্টাব) কর্তৃক ” জাপানি ভাষা শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ” শীর্ষক ৭২ ঘন্টার শিক্ষক প্রশিক্ষণ সোমবার থেকে শুরু হয়েছে।
এই হাইব্রিড প্রশিক্ষণ কর্মসূচিটি জাপান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম, কুনিয়াকি ওকাবায়াশি এবং ড. মো. মনির উদ্দিন এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে জাপান দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্দোগে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
সারা দেশ থেকে মোট ৩৬ জন জাপানি ভাষা শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব (সংস্কৃতি শাখা) মি. কিয়োহেই ইয়ামামোতো, জাপান ফাউন্ডেশনের জাপানি ভাষা বিশেষজ্ঞ মি. তাকেও উজাওয়া এবং মি. তোমোয়ুকি ফুকুই।
অতিথিরা তাদের বক্তব্যে ‘জালটাবের’ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণে তাদের সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি
