জগন্নাথপুর টাইমসসোমবার , ১ ডিসেম্বর ২০২৫, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন

Jagannathpur Times Uk
ডিসেম্বর ১, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা,
জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক :

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নতুন রাজনৈতিক পরিচয় প্রকাশের মাধ্যমে তিনি দলের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করেন।

রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।’

মির্জা ফখরুল জানান, ‘আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া দেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশ নিতে চান।
বিএনপি ইতিমধ্যেই আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগদান করেন এবং পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলটিতে অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।