জগন্নাথপুর টাইমস ডেস্ক :
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বিজয় উৎসব উদযাপনে প্রস্তুতি সভা, আসছেন সামিনা চৌধুরী ও শুভ্র দেব
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো’র উদ্যোগে ‘বিজয় উৎসব’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডেনফোর্থের স্থানীয় একটি হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ এসোসিয়শন অব টরন্টো’র সভাপতি মাহবুব চৌধুরী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মারুফের পরিচালনায় বক্তব্য রাখেন বিজয় উৎসব উদযাপন কমিটির আহবায়ক এজাজ আহমদ চৌধুরী, সদস্য সচিব সচিব রিফ্ফাত নূয়েরীন।
এছাড়াও বক্তব্য রাখেন এবাদ আহমদ চৌধুরী, ছাদ চৌধুরী,ফারুক আহমদ,ছাদ চৌধুরী , আছাদ আহাদ নিশু,সাকিব চৌধুরী,সঞ্জিব রায়,আজাদ বখত, মকবুল হোসেন মঞ্জু, ফারুক আহমদ,, জুয়েল আহমদ,রাসেল আহমদ,হোসেন আহমদ লনি,হাসান তারেক তানিম,মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সালাম,আলী হোসেন,নাইম চৌধুরী,রিফাত নউরিন।
এছাড়াও বক্তব্য রাখেন বিজয় উৎসব উদযাপনের টাইটেল স্পন্সর মোর্শেদ নিজাম, লায়েক চৈধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল,সাংবাদিক দীন ইসলাম, সাংবাদিক মোসৃতাক আহমদ রুশ, সাংবাদিক আরিফ আহমদ , সাংবাদিক সাজলু লস্কর, সাংবাদিক আবু বক্কর,মিলি বেগম ,আল আমিনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সর্ব সম্নতিক্রমে আগামী ২১ ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় বার্চমাউট পার্ক, ডেনফোর্থের কলেজিয়াট ইন্সটিটিউটের হল রুমে বিজয় উৎসব অনুষ্টিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে দুজন অতিথি শিল্পী সামিনা চৌধুরী ও শুভ্র দেব বিজয় উৎসবে সংগীত পরিবেশন করবেন।
প্রস্তুতি সভা শেষে বিজয় উৎসব’কে সফল করার জন্য টরেন্টোতে বসাবাসরত বাঙালি কমিউনিটির সহযোগিতা চান আয়োজকরা।
সংবাদ বিজ্ঞপ্তি
