রিয়াজ রহমান :
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের ঐকতা—গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবরকত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন। জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেম্বার আবিবুল বারী আয়হান, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, মো.শাহজাহান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, আবদুল হক প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাহাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, উপ- সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সুনামগঞ্জ জেলা অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম খান শিহাব,সংবাদ কর্মী রাসেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতিবিরোধী চেতনা জোরদার ও তরুণ সমাজকে সুশাসন প্রতিষ্ঠায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
