জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্ক :
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে ‘গ্লোবাল ট্রেড’ নামের মার্কেটিং প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন।
শাকিব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান আমিরাতে দ্রুত প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।
ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
মো. শাকিব উদ্দিন। ছবি: সংগৃহীত
