রিয়াজ রহমান :
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদ শাখার সাপ্তাহিক কেন্দ্রের ক্বিরাত প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন।
শাখা কেন্দ্রের সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে, শাখা কেন্দ্রের নাজিম আবুল হাসনাত বেলাল ও মোহাম্মদ ইউনুস আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: সোহরাব হোসেন, শিক্ষানুরাগী মোঃ মুহাইমিনুল হক চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃআবুল কালাম চৌধুরী বাবলু, মো: রেহান আলম, সমাজ সেবক মোঃ আব্দুল কাদির, মোঃ কামিল আহমদ, মাওলানা জুবায়ের আহমদসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রের শিক্ষার্থী বৃষ্টি বেগম। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন এসিল্যন্ড মোঃ মহসীন উদ্দিন সহ অতিথিবৃন্দ।
