জগন্নাথপুর টাইমসরবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দিরাইয়ে ১০টি স্কুলের শিক্ষার্থীর মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ

Jagannathpur Times Uk
ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

যুক্তরাজ্যের কিংস অ্যাওয়ার্ড প্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা একতা একাডেমীর উদ্যোগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ১০টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় দিরাই স্টেডিয়ামে একতা একাডেমীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে ১০টি করে ফুটবল প্রদান করা হয়।

অনুষ্ঠানে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, হলিমপুর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল নাহার বেগম, ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি ভৌমিক, সুজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আভারাণী সরকার, পূর্ব চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াকিবুর রহমান এবং শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপী রানী দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একতা একাডেমীর ফাউন্ডার ও সিইও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরেকীন। অন্যান্যদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা, দিরাই মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরোত্তম রায়, নগদীপুর ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাম্মিল চৌধুরী সৌরভ, মো. আহসান হাবিব লাহিন আহমদ, ছোটন আহমেদ চৌধুরী প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।