জগন্নাথপুর টাইমস ডেস্ক :
ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক আনোয়ার শাহজাহানকে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তায় আনোয়ার শাহজাহানকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।
১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থের প্রণেতা। ১৯৯৭ সালে তিনি গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশ করেন। তিনি মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে অনলাইন পোর্টাল আমাদের প্রতিদিন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। ২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
কমিউনিটি সংগঠনে নেতৃত্বের ক্ষেত্রেও তিনি প্রশংসিত। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে-এর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি।
শিক্ষাজীবনে তিনি বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিএ (অনার্স) এবং আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যয়নরত।
পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার।
বাংলাদেশেও তাঁর সমাজসেবামূলক ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গৌরবময় অর্জন।
