জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে পঞ্চাশের ঊর্ধ্বে খেলোয়ারদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
লন্ডনে মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চাশোর্ধ্ব খেলোয়ারদের নিয়ে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করেছে ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত নয়টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর ইনডোর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।এর পর ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টস এর ফাউন্ডার ড. জাকির খানের তত্ত্বাবধানে কেক কাটার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেফ অনলাইন এর চেয়ারম্যান এম এ মুনিম সালিক, এশিয়ান কারি এওয়ার্ড এর চেয়ারম্যান ইওয়ার খান, সাবেক স্পিকার আহবাব হোসেন , সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ, লন্ডন রিজিওন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট মনির আহমেদ , লন্ডন ক্রিকেট লীগের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম ও গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সেক্রেটারি মির্জা আসহাব বেগ প্রমুখ।
গ্রূপ এ ও গ্রুপ বি নামে দুই দলে ভাগ হয়ে ৩২ জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ নেন এই টুর্নামেন্টে।
মাঠে উভয় দলের খেলোয়ারদের প্রাণবন্ত পারফরম্যান্সে ছিল চোখে পড়ার মতো । পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উভয় দলই সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়া সুলভ মনোভাব বজায় রাখে গোটা টুর্নামেন্ট জুড়ে।
এই প্রীতি ম্যাচে গ্রুপ এ থেকে বিজয়ী হন আতাউর রহমান ও আবদুল মুনিম।
গ্রুপ বি থেকে বিজয়ী হন আলী আহমেদ ও আখলাসুর রহমান।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
এ সময় খেলোয়ারদের সঙ্গে অতিথিরা সৌজন্য সাক্ষাৎ ও আলোকচিত্র ধারণ করেন।
এছাড়া এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ড. জাকির খানকে অনুরোধ করেন।
এবারের টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং মেডেল ও ট্রফি স্পন্সর করেন লন্ডন স্পোর্টিভ।
ভেন্যু ও কালারফুল জার্সির স্পন্সর ছিল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। সংবাদ বিজ্ঞপ্তি
