জগন্নাথপুর টাইমসসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জকিগঞ্জে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চারটি প্রজেক্ট বাস্তবায়ন

Jagannathpur Times Uk
ডিসেম্বর ২২, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

জকিগঞ্জে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চারটি প্রজেক্ট বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।

সিলেটের ঐতিহ্যবাহী ক্লাব রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে জকিগঞ্জের বারহাল ইউনিয়নে ফ্রি খৎনা ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা টিউবওয়েল স্থাপন এবং গৃহ পুনর্নিমানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার বারহল ইউনিয়নের শাহগলি বাসস্ট্যান্ডের পার্শে জনাব জাকির চেয়ারম্যানের বাড়ীতে প্রথমে ফ্রি খৎনা ক্যাম্প ও ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাব নেতৃবৃন্দ। ফ্রি খৎনা ও ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিল বারহল ছাত্র পরিষদ।
এরপর এক অসহায় পরিবারকে গৃহ পুন:র্নিমানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সবশেষে ইউনিয়নের চক-বারকুলিতে নিরাপদ পানির জন্য স্থাপিত টিউবওয়েলের উদ্বোধন করেন ক্লাব নেতৃবৃন্দ।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন এর সভাপতিত্বে এবং রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী’র পরিচালনায় ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, ডেপুটি কোর্ডিনেটর ডি-৬৫ রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, এসিস্ট্যান্ট কো-কর্ডিনেটর ডি-৬৫ আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটারিয়ান জুবায়ের আহম্মেদ ও রোটারিয়ান নিশি কান্ত দাস। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, সাদিক আহমদ তাপাদার, শাফায়াত রশীদ চৌধুরী, শহিদ আহমদ, সুলেমান আহমদ, সাঈদ আহমদ, তাওহীদ আহমদ, হোসাইন আহমদ, ছদিওল লাবিব আহমদ, সাম্মাম আহমদ, মারুফ আহমদ, রিফাত আহমদ, মেহেদী রেজা চৌধুরী, শাহরিয়ার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সেবা ও মানবতার কল্যাণ সাধনের ব্রত নিয়ে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল কাজ করে যাচ্ছে। যে কোন দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে রোটারিয়ানরা প্রতিশ্রুতিবদ্ধ। রোটারিয়ানরা সব সময় দেশের আর্তমানবতার কল্যাণে নিবেদিত ছিল-এখনো আছে-ভবিষ্যতেও থাকবে। বক্তারা বলেন, মানবসেবার অংশ হিসেবে আজ এই ফ্রি খৎনা ও ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প, টিউবওয়েল স্থাপন এবং গৃহ পুনর্নিমানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্তমানবতার কল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তারা আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।