স্পেন সংবাদদাতা :
স্পেনে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দবির ও সাধারণ সম্পাদক বদরুল কামালী দায়িত্ব গ্রহণ করেছেন ।
সংগঠনের সভায় ব্যাপক আলোচনা শেষে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এইচ এম দবির তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে বদরুল কামালী, সিনিয়র সহসভাপতি সাইদুল হক টিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মাহমুদ, প্রচার সম্পাদক টিপু সুলতানকে নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলার রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সংগঠনের আহ্বায়ক দবির তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন আহমেদের পরিচালনায় মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি আগামী তিন বছরের জন্য গঠিত করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ সংগঠনটি স্পেনে সুনামগঞ্জবাসীর ঐক্যতা, উন্নতি, মানবিককল্যাণকে সামনে রেখে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নবনির্বাচিতরা ।
