জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটির সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
জানুয়ারি ৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল বাছির ,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :

গত ৫ জানুয়ারি ২০২৬ সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উন্নয়ন সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

সভায় গত ৯ নভেম্বর রবিবার ২০২৫ ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে এডুকেশনাল অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি, সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ঢাকাদক্ষিণবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বৃটেনে ঢাকাদক্ষিণ হাউস থেকে রেন্ট বাবৎ সংগৃহিত পাউন্ড দিয়ে বাংলাদেশে প্রতিটি গ্রামে ঘরহীন মানুষের মধ‍্যে পর্যায়ক্রমে ঘর নির্মান করে দেয়ার সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় ঘর নির্মাণ সম্পন্ন হতে যাচ্ছে।

ইনশাআল্লাহ আগামী মাসে নতুন আরো একটি ঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারও রামাদান যাকাত ফান্ডে তহবিল সংগ্রহ করা হবে এবং যাকাত তহবিল সংগ্রহের জন্য প্রতিটি গ্রামের প্রতিনিধি কার্যনির্বাহী কমিটির সদস্যদের দ্বায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সম্মানিত সকল সদস্যের কাছে বিনীত অনুরোধ আপনারা প্রতি বছরের ন্যায় এবছরও রামাদান যাকাত ফান্ডে অনুদান প্রদান করে পবিত্র এই মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুন, আমিন।

সভায় কোরআন তেলাওয়াত করেন সহকারী ট্রেজারার মোঃ ছাদেক আহমদ, সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে আতাউর রহমান আঙ্গুর মিয়া, নুরউদ্দিন শানুর, আলাউদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন লেবু, আমিনুর খান।
সংস্থার প্রেসিডেন্ট আব্দুল লতিফ নিজাম, সহ সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার মো: ছাদেক আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম, ইসি মেম্বার মামুনুর খান, আবজল হোসেন, দেলওয়ার হোসেন, জুবায়ের সিদ্দিকী, কামরুজ্জামান কামরান, মামুন আহমদ, আজিজুর রহমান।

সভা শেষে কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল আহমদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া করা হয় ও সহ সভাপতি মোঃ সেলিম আহমদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

অত‍্যন্ত আন্তরিকতার সাথে আলোচনায় উপস্থিত সকলেই আগামীর পথচলায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা কর্তৃক গৃহিত মানবতার কল‍্যানে গৃহিত সকল পদক্ষেপে ঢাকাদক্ষিণবাসী ও সংগঠনের সকলের সর্বাত্মক সহযোগিতা অতীতের মতোই অব‍্যাহত থাকবে এই আশাবাদ ব‍্যক্ত করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।