আব্দুর রহিম,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ইকোনোমিকস এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জনাব ইকবাল হাসান (শিক্ষাবর্ষ ১৯৮৪–৮৫)-এর আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় এমসি কলেজ, সিলেট-এর অর্থনীতি বিভাগের ১০৮ নম্বর কক্ষে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমসি কলেজ ইকোনোমিকস এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকারিয়া চৌধুরী, দিলীপ কুমার পাল এবং প্রফেসর মোঃ তোতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের ট্রেজারার মারুফ আহমেদসহ— আমিনুল ইসলাম, রতন কুমার ঘোষ, মিতালী দেব (১৯৮৪–৮৫), মোঃ দিলওয়ার হোসেন বাবর (১৯৮৬–৮৭), কামরুল আনাম চৌধুরী (১৯৯২–৯৩), মোঃ আব্দুর রশিদ (১৯৯৩–৯৪), রাজিব নাইডো (২০০২–০৩), সাহেদ আহমদ, আতিকুর রহমান (২০০৪–০৫), স্বপন মিয়া সাকি (২০০৬–০৭), আব্দুল বাছিত (২০০৮–০৯), সাইদুর রহমান লিমন (২০০৯–১০) এবং অত্র বিভাগের শিক্ষার্থী শ্রুতি দেব প্রমূখ।
অনুষ্ঠানে মানবিক এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রবাসী দাতা জনাব ইকবাল হাসানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
(বিজ্ঞপ্তি)
