জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার সাকিব এবার ঈদ করবেন পিতামাতার সান্নিধ্যে, তারপর গন্তব্য সিলেট, লন্ডন

Jagannathpur Times BD
এপ্রিল ২০, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ক্রীড়া প্রতিবেদক :
একমাস রোজা শেষে পবিত্র ঈদ। ঈদের আনন্দ উপভোগ করবেন রোজাদার মুসলিম উম্মাহ।
মুসলিম ক্রিকেটাররাও এর বাইরে নেই।
শীর্ষ তারকা সাকিব আল হাসানও এবার আমেরিকায় স্ত্রী-সন্তানের সাথে ঈদ না করে পিতামাতার সান্নিধ্যে মাগুরায় নিজ বাড়িতে ঈদ করতে যাচ্ছেন।

সাকিবের খুব ঘনিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে যশোর হয়ে তারপর বাইরোডে প্রাইভেট কারে মাগুরায় নিজ বাড়ি যাবেন সাকিব।

পরিবারের সঙ্গে ঈদ করে তারপর জাতীয় ওয়ানডে দলের সব ক্রিকেটারের গন্তব্য হবে সিলেট। আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবার আগে সিলেটে আগামী ২৬ এপ্রিল সন্ধ্যার মধ্যে গিয়ে সব ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হয়েছে।

জানা গেছে, আগামী ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন দিনের নিবিড় অনুশীলন হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সেই দিন প্র্যাকটিস শেষে জাতীয় দলের সব ক্রিকেটার ঢাকা চলে আসবেন। কারণ তার পর দিন মানে ৩০ এপ্রিল মধ্য রাতে (ক্যালেন্ডারের পাতায় ১ মে) লন্ডন যাত্রা করবে জাতীয় ওয়ানডে দল।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।