মুহাম্মদ সালেহ আহমদ :
পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। নিপীড়নের অভিযোগ ওঠায় তিনি পদ থেকে সরে দাঁড়ান।
শুক্রবার (২১ এপ্রিল ২০২৩) পদত্যাগ করে রাব জানিয়েছেন, নিপীড়নের যে তদন্ত তার বিরুদ্ধে চলছে, তার ফলাফল মেনে নেওয়া তার কর্তব্যের মধ্যেই পড়ে।
রাবের আচরণ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ ওঠার পর স্বতন্ত্র তদন্ত শুরু হয়।
ডমিনিক রাবের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে একটি প্রতিবেদন দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই পদ ছাড়লেন তিনি। বিচার সচিবের পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন।
যদিও রাব তার বিরুদ্ধে ওঠা অধিকাংশ অভিযোগই প্রত্যাখ্যান করেন। তবে দুটি অভিযোগ স্বীকার করেছেন। সূত্র: বিবিসি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।