মুহাম্মদ সাজিদুর রহমান :
রিলিজ হয়েছে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শেখ মোফাজ্জল হোসেনের লিখা নতুন গান “স্বার্থের পাগল” ।
কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী : দেওয়ান বাবলী সরকার ।
২২ মার্চ ২০২৩ বুধবার ইউটিউভ চ্যানেল সুর সাগর মিডিয়া চ্যানেলে এ গানটি রিলিজ দেওয়া হয়েছে। সময় করে চ্যানেলটি ঘুরে একবার গানটি শুনে আসতে পারেন।
গানটি শুনতে পারেন নিচের এই লিংকে ক্লিক করে :
https://youtu.be/ChBI46-Vtk8
উল্লেখ্য যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শেখ মোফাজ্জল হোসেনে গান লিখছেন দীর্ঘদিন যাবত।
প্রবাস জীবনে বসবাস করে দেশ মাটি , মানুষকে হৃদয়ে লালন করে সংস্কৃতি সাধনা করেছেন প্রতিনিয়ত। তার অনেকগুলো গান জনপ্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো বিচরণ করলেই তার জনপ্রিয় গান গুলো শুনতে পাওয়া।
শুভকামনা রইলো শিল্পী ও গানের গীতিকার সুরকারের প্রতি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।