জগন্নাথপুর টাইমসশনিবার , ২২ এপ্রিল ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ঈদের নামাজ আদায়

Jagannathpur Times Uk
এপ্রিল ২২, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া

মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ মালায়শিয়ায় উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ ও মালায়শিয়ায় একইদিনে ঈদ উৎযাপন হচ্ছে।
মালায়শিয়াতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন যারা পরিবার থেকে দূরে, তারা তাদের কাজের সহকর্মীদের সাথে মালায়শিয়াতে ঈদ পালন করেন। মালায়শিয়ায় গুরুত্বপূর্ণ ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় দেশটির জাতীয় মসজিদ নেগারাতে।

সূর্য ওঠার আগেই মসজিদ নেগারায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে নামাজ পড়তে আসা মালয়েশিয়ানদের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। মালশিয়ান ছেলেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ‘বাজু মালায়ু’ পরে সালাত আদায় করতে আসেন।

এ ছাড়া মসজিদ নেগারায় ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগোং তুঙ্কু আজিজাহ আমিনা মায়মুনা ইস্কান্দারিয়া মসজিদ নেগারায় ঈদিলফিত্রির নামাজ আদায় করেছেন। রাজকীয় দম্পতি সকাল ৮.১৫ মিনিটে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মসজিদে আসেন।ইস্তানা নেগারার বাইরে দুই বছরপর ইয়াং দি-পেরতুয়ান আগাংএইদিলফিত্রির নামাজ আদায় করলেন।

মসজিদ নেগারার গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনির নেতৃত্বে নামাজে মন্ত্রিপরিষদ মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও মসজিদ নেগারায় নামাজ আদায় করেন। ‘আদিলফিত্রি লেবিহ বেরেরতি’ শিরোনামের খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক উন্নত করতে দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য মুসলিমদেরকে পারস্পরিক ভালবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানানো হয়।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে আল-সুলতান আবদুল্লাহ এবং তুঙ্কু আজিজাহ নামাজে অংশ নেয়া মুসল্লিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কোলাকুলি পর্ব। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা।

এ দিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, প্রবাসী বাংলাদেশীদের ও মালয়েশিয়ান নাগরিক সহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

হাইকমিশনার মো. গোলাম সারওয়ার বলেন, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া সরকার নিয়ম-কানুন পালন করে ঈদ উদযাপন করবেন। তিনি সকলের এবং প্রবাসী পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।