জগন্নাথপুর টাইমসরবিবার , ২৩ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারুজ্জামান সিসিক মেয়র হলে বরাদ্দ বাড়বে- সিলেটে ড. মোমেন

Jagannathpur Times BD
এপ্রিল ২৩, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদ করতে  সিলেটে পৌছে পররাস্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেন সিলেট আওয়ামী লীগের নেতাদের এক করার উদ্যোগ নিলেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে নগরের হাফিজ কমপ্লেক্সে (মন্ত্রীর বাসভবন) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে এসে যোগ দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। প্রথমবারের সিলেট আওয়ামী লীগের নেতাদের নিয়ে একসঙ্গে বসলেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (২১ এপ্রিল ২০২৩) অনুষ্ঠানে সিলেটের নেতারা মন্ত্রীর সামনে আনোয়ারুজ্জামানকে কিছু পরামর্শ দেওয়া ছাড়াও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।        পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন- আনোয়ারুজ্জামানের সঙ্গে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের ভালো সম্পর্ক রয়েছে। গভীর এবং সুসম্পর্ক আছে। তিনি মেয়র হলে বরাদ্দ বাড়বে। তাঁর সবচেয়ে বড় ক্যারেক্টার হলো, তিনি সবাইকে সাহায্য করেন। দলের লোকদের সাহায্যের পাশাপাশি যুক্তরাজ্যে যাওয়া সব বাংলাদেশিকেই তিনি সাহায্য করেন।

উমরা পালন করে সিলেটে ফিরেছেন দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানও অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতা করেন। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান তার বক্তব্যে সিটি নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম শুরু ঘোষনা দিয়ে জানান- নির্বাচনের দিন যত এগুবে আমরা জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে নিয়ে বসবো। নৌকার বিজয় সুনিশ্চিত করতে তিনি সবাই ঐক্যবদ্ধ মাঠে নামবে বলেও জানান তিনি।

মহানগর সভাপতি মাসুকউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদ উদ্দিন আহমদ ও সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্যে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।  তিনি বলেন, দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়া সবার সঙ্গে তিনি যোগাযোগ করছেন এবং করবেন। তাঁদের সবার সহযোগিতা নেবেন এবং পরামর্শ নেবেন।  দলের নেতারা যা বলবেন, তিনি তার সবকিছু মেনে চলবেন।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।