জগন্নাথপুর টাইমসরবিবার , ২৩ এপ্রিল ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুদানে লড়াই, আটকা পড়েছেন ব্রিটিশ নাগরিকসহ অনেকে

Jagannathpur Times BD
এপ্রিল ২৩, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

(সংগৃহীত  ছবি – খার্তুম ছেড়ে পালাচ্ছে মানুষ। )

সুদানে লড়াই, আটকা পড়েছেন ব্রিটিশ নাগরিক সহ অনেক দেশের নাগরিকরা ।

সুদানের রাজধানী খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের খার্তুম থেকে সরিয়ে নেওয়ার জন্য অভিযান পরিচালনা করেছে।

রোববার (২৩ এপ্রিল) ভোরের ওই অভিযানে ছয়টি আকাশযান ব্যবহার করা হয়েছে বলে জানায় সুদানের প্যারা মিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার বিষয়টি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছে বলে দাবি করেছে সুদানে লড়াইরত দুই বাহিনীর একটি আরএসএফ।

তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। এমনকি কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে সেটিও নিশ্চিত নয়। অবশ্য এই অভিযানের আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ তাদের প্রতিবেদনে ৭০ জন সরকারি কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।

আটকা পড়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা :
যুক্তরাজ্য বলছে তারাও তাদের কর্মীদের সরিয়ে আনার উপায় খুঁজছে। সুদানে ব্রিটিশ নাগরিকদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। একই সঙ্গে, নাগরিকরা কে কোথায় রয়েছেন সেটি জানাতে বলা হয়েছে। শিগগির যুক্তরাজ্যের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রমও শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে শনিবার জরুরি সভা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে গেছেন।

তবে যুক্তরাজ্যের কিছু নাগরিক সুদানে আটকা পড়েছেন এবং যথেষ্ট যোগাযোগ না থাকায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

খার্তুম থেকে ইমান আবু গার্গা বলেছেন, তিনি ও তার দুই সন্তানের নাম রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু তারপর থেকে কিছুই হচ্ছে না।

তিনি বলেন, কোনো সময়সীমা সম্পর্কে আমাদের জানা নেই। কী হচ্ছে তাও জানি না। খার্তুম বিমানবন্দর ছাড়া অন্য কোথাও থেকে আমাদের নেওয়া হবে? আমরা কি সড়কপথে যাচ্ছি? এটা হতাশাজনক যে কেউ যোগাযোগ করেনি।

আরেকজন ব্রিটিশ নাগরিক বিবিসি’কে বলেছেন, তার কাছে কাছে মনে হচ্ছে, ব্রিটিশ সরকার তাকে ‘সম্পূর্ণ পরিত্যাগ’ করেছে।

তবে যুক্তরাজ্য সরকার বলছে, খার্তুমে থাকা কূটনীতিক ও ব্রিটিশ নাগরিকদের সহায়তা করতে সম্ভাব্য সব কিছু করা হচ্ছে।

সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান বিদেশিদের সরিয়ে নেওয়ার নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে রাজি হয়েছেন।

অন্যদিকে, কানাডা সুদানে থাকা তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সুদানে চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।