মুহাম্মদ সাজিদুর রহমান :
গ্রেটব্রিটেন এর যে কোনো শহরের ভিড় থেকে পালিয়ে নির্জন কোনো দ্বীপে গিয়ে নিরবে থাকতে ইচ্ছা হলে, অথবা ভ্রমণ পিয়াসীদের নজর কারতে ট্যুরিজম ব্যবসার জন্য কিনতে পারেন অপরূপ দৃশ্যের স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে বারলোকো দ্বীপ।
বাংলাদেশের টাকার হিসাবে মাত্র (!) দুই কোটি টাকায় বিক্রি হবে লোকালয় থেকে দূরে , অগভীর সাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ। সেখানে এখনো কোনো ঘরবাড়ি-অবকাঠামো তৈরি হয়নি।
অর্থাৎ সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আস্ত একটা ভূখণ্ডকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুসারে, দ্বীপটির অবস্থান স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে। নাম বারলোকো। এর বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে দেড় লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯৮ লাখ টাকা, প্রায় দুই কোটি টাকা।
এডগার জানিয়েছেন, ভাটার সময় পায়ে হেঁটে, ট্রাক্টর বা কোয়াডবাইকে করে দ্বীপটিতে পৌঁছানো যায়। বাকি সময় নৌকায় যেতে হবে। দ্বীপটি ঘোরাঘুরি, ঠান্ডা পানিতে সাঁতার কাটা ও সমুদ্রঘেঁষে পিকনিক করার জন্য একেবারে আদর্শ জায়গা।
এডগার বলেছেন, আমরা স্কটল্যান্ডে বেশ কয়েকটি দ্বীপ বিক্রি পরিচালনা করেছি। সেগুলোর জন্য দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে শক্তিশালী চাহিদা লক্ষ্য করা গিয়েছিল। বারলোকো দ্বীপটির ক্ষেত্রেও তেমনটি হবে বলে আশা করা হচ্ছে।