সারোয়ার হোসেন জাবেদ :
প্রতিবছরের মতো এবারেও বাংলাদেশের শোবিজ তারকারা তাদের ভক্তদের নানাভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের নতুন জামা পরে ছবি তুলে, কেউবা ঈদের অনুভূতি জানিয়ে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের ঈদ পালনের গল্পটি ভিন্ন এক সংস্কৃতি ফিরিয়ে এনেছে। যা এখন আর তা সচরাচর দেখা যায়না।
শনিবার (২২ এপ্রিল) ঈদের প্রথম দিনে চিত্রনায়িকা মাহির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।সেখানে মাহিয়া মাহি স্বামী রাকিবের পা ছুঁয়ে সালাম করছেন, এমন একটি ছবি নিজেই ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেছেন— “আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ। “
পরে ঈদ পালন শেষে ছবিগুলো পোস্ট করেছেন তিনি। এ সময় মাহি সন্তান কোলেও কয়েকটি ছবি পোস্ট করেন।
সম্প্রতি মা হয়েছেন এ অভিনেত্রী। মার্চের শেষভাগে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।
উল্লেখ্য ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।