মুহাম্মদ সালেহ আহমদ :
যুক্তরাজ্যে সফররত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট হিথ্রু বিমান বন্দরে এসে পৌঁছলে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধিত করেন।
শনিবার (২২ এপ্রিল ২০২৩) লন্ডনের হিথ্রু বিমান বন্দরে এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম. মিসবাহ, যুব সংগঠক সৈয়দ জামিল, সিজিল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনার জবাবে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন- আমি ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে ভ্রমণে এসেছি। হিথ্রু বিমান বন্দরে আপনারা যারা খাম-কাজ রেখে কষ্ট করে আমাকে রিসিভ করতে এসেছেন এরজন্য সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।
তিনি বলেন আমি সুনামগন্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা আমাকে সুনামগন্জ জেলা আওয়ামীলীগেরও সভাপতির দায়িত্ব সম্প্রতি আমার উপর অর্পণ করেছেন। এটি নেত্রীর বিশ্বাস ও আমার যোগ্যতা থেকে করেছেন। আমি নেত্রীর বিশ্বাস অক্ষরে অক্ষরে পালন করবো।
কমিটি নিয়ে আগের মতো কোন বানিজ্য হবে না। যোগ্য ও তৃণমূল পর্যায়ের সৎ, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ত্যাগীরাই সুনামগন্জ জেলা কমিটিতে স্থান হবে।
তিনি আরো বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে ২ জন প্রার্থীর নাম আমি পরিকল্পনামন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে কেন্দ্রে পাঠিয়েছিলাম তাদের যোগ্যতার ভিত্তিতে, প্রার্থীর সাথে কোনরকম যোগাযোগ না করে।
কেন্দ্র একজনকে তথা দ্বিতীয়জন নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন।
এটাই নিয়ম।
তাই জগন্নাথপুরবাসীর প্রতি আহ্বান আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। জগন্নাথপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় বিজয়ের বিকল্প নেই।
একইভাবে তিনি সিলেট সিটি কর্পোরেশনের আগামী মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান সিসিকের সম্মানিত ভোটারদের।