জগন্নাথপুর টাইমসশনিবার , ২৯ এপ্রিল ২০২৩, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিসিক মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে সংবাদ সম্মেলন

Jagannathpur Times Uk
এপ্রিল ২৯, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ও প্রবাসীদের প্রতিনিধি মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রবাসী সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের উদ্যোগে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩) অপরাহ্নে সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটি যুক্তরাজ্যের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে লন্ডন বাংলা প্রেসক্লাবের হলরুমে উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান।

জামাল আহমদ খানের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন-
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান গউছ সুলতান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, জুবায়ের সিদ্দিকী, সেলিম মোস্তফা কামাল সহ আরো অনেকে।

এ সম্মেলনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ এবং ব্রিটেনের বাংলা মিডিয়ার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটি যুক্তরাজ্যের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন—
আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন আসন্ন সিলেট সিটিকর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলেতের সামাজিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামের তরুণ ও যুব সমাজের অন্যতম সক্রিয় সংগঠক কমিউনিটির নিকট আস্থা ও ভরসার ঠিকানা আনোয়ারুজামান চৌধুরী।
তিনি একজন প্রগতিশীল, মুক্ত, মননশীল চিন্তার মানুষ ।
গণমাধ্যমের প্রতি আন্তরিক ছিলেন । আপনাদের সহযোগীতায় রাজনীতি, সমাজ ও মানবিক কাজে এগিয়ে যেতে তাকে উৎসাহিত করেছে ৷
আমরা বিশ্বাস করি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারনে ব্যক্তি
আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বমহলে নিজেকে গ্রহণ যোগ্য করতে পেরেছেন ।
একজন পরীক্ষিত রাজনীতিবিদ ও সমাজ ও দেশ উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির প্রতি আমাদের প্রবাসীরা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছি ৷

আমাদের প্রবাসীদের মৌলিক দাবী দাওয়া ও জায়গা জমি, বাসা, বাড়ী সহ নানাবিধ সমস্যা সমাধানে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করা সময়ের দাবী ।

তাই আমরা বিশ্বাস করি বিলেতে বসবাসরত সকল স্থরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী ২১ জুনের বহু প্রতিক্ষিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আওয়ামী লীগ ও ঐক্যবদ্ধ প্রবাসীদের যোগ্য প্রতিনিধি আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতিকে নির্বাচিত করতে সাহায্য সহযোগীতা ও সমর্থন প্রত্যাশা করি ৷

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন – আপনাদের সার্বিক সহযোগীতায় ও সিলেট নগরীর ভোটারদের ভোটের মাধ্যমে আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে আগামীতে স্বপ্নের স্মার্ট, পরিকল্পিত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, কিশোর গ্যাং মুক্ত, নগরীর সরকারী জায়গা দখলমুক্ত করে, এবং নগরীর মানুষদের সেবার মান উন্নত করে, আধুনিক সিলেট পর্যটন নগরী গড়ে তুলা হবে ।

আমরা বিশ্বাস করি সবার সহযোগীতা ও দোয়া নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনগণের এবং প্রবাসীদের প্রতিনিধি নির্বাচিত হবেন তিনি ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।