জগন্নাথপুর টাইমসবুধবার , ৩ মে ২০২৩, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচনে আরিফুল হকের প্রার্থী হওয়ার ইঙ্গিত

Jagannathpur Times BD
মে ৩, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন দোটানায় থাকা মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে ২০ মে বিএনপির কেন্দ্রীয় সদস্য মেয়র আরিফ তার প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান।
তবে ইভিএম নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। মে দিবসের র‌্যালি পূর্ববর্তী সমাবেশে দেওয়া মেয়র আরিফের এমন বক্তব্যের সূত্র ধরে র‌্যালি পরবর্তী সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের র‌্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আগামী সিটি নির্বাচনে বিএনপি যাচ্ছে না। তবে কেন নির্বাচনে যাবে সে বিষয়টি রেজিস্টারি মাঠের ২০ মের সমাবেশে খোলাসা হবে। নির্বাচনি প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, এ সিটিতে নির্বাচন কমিশন প্রহসনের নির্বাচন করতে চায়।

আরিফ দাবি করেন, সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগরীর প্রশাসনিক রদবদল চলছে।
সিলেটের মাটিতে ওলি-আউলিয়ারা ঘুমিয়ে আছেন-এটি আধ্যাত্মিক নগরী। এ নগরীতে অন্যায় করে কেউ অতীতে পার পায়নি, ভবিষ্যতেও পাবে না।

আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে উদ্দেশ করে আরিফ বলেন, মহানগরীর রাজনৈতিক নেতারা নেতৃত্ব দিতে জানেন, বাইরে থেকে কাউকে ভাড়া করে এনে মহানগরীর মানুষকে দাস বানানো মানবে না নগরীর মানুষ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।