জগন্নাথপুর টাইমসবুধবার , ৩ মে ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের সামনে বিস্ফোরণ, গ্রেফতার ১

Jagannathpur Times BD
মে ৩, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সাজিদুর রহমান :

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের সামনে বিস্ফোরণ, পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের সামনের মাঠে শট গানের কার্তুজ ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। খবর বিবিসি ও সিএনএনের।

রাজ্যাভিষেকের মাত্র চারদিন আগেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে।

মঙ্গলবার (২ মে ২০২৩) স্থানীয় সময় রাত ৭টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সেভেন নিউজের এক ভিডিওতে দেখা যায়, শেতাঙ্গ একজনকে পুলিশ হাতকড়া পরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তার পরনে ধূসর কালো প্যান্ট ও সবুজ একটি টপ।

জানা যায়, রাত ৭টায় ওই ব্যক্তি কাঁধে একটি ব্যাগ নিয়ে সাধারণ ট্যুরিস্টের মতো হাজির হয়। এরপর সে ব্যাগ থেকে বেশ কিছু দ্রব্য বের করে প্যালেসের গেটের দিকে ছুঁড়ে মারেন। এসময় বিস্ফোরণের শব্দ হয়। ঘটনার সময় জিবি নিউজের রিস মগ লাইভ করছিলেন মাত্র ১০০ মিটার দূরে।

পুলিশ তাৎক্ষণিক সেই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় সেই ব্যক্তির হাতে ছুরিও পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ মূলত শর্টগানের কার্তুজ থেকে সৃষ্ট। কার্তুজ মাটিতে ছুঁড়ে ফেলে এই বিস্ফোরণ করানো হয়।

পুলিশ নিশ্চিত করেছে এই ঘটনার পেছনে কোন সন্ত্রাসবাদের প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধারকৃত দ্রব্যগুলো পুলিশ অধিকতর তদন্তের জন্য নিয়ে গেছে। ডেইলি সানে একজন দাবি করেছেন, গ্রেফতারকৃত ব্যক্তি গত কয়েকদিন ধরেই বাকিংহাম প্যালেসের রাস্তায় আস্তানা গেড়ে থেকেছেন এবং প্রায়ই সে নাকি চিৎকার করে বলতো যে সে রাজাকে হত্যা করবে।

এদিকে, রাজার রাজ্যাভিষেক ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বিধান করার কথা ছিলো শুক্রবার রাত থেকে। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বলা হচ্ছে, এই রাজ্যাভিষেকের নিরাপত্তার বলয় ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে কঠোর হবে। এই ঘটনায় যাকে ধরা হয়েছে তার সম্পর্কে এখনো কোন তথ্য দেওয়া হয়নি। ছবি- সংগ্রহ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।