জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৯ মে ২০২৩, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর নির্বাচন বিজয়োত্তর আনন্দসভা অনুষ্ঠিত

Jagannathpur Times BD
মে ৯, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সালেহ আহমদ :

গত ৪ মে ব্রিটেন জুড়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ব্যাপক বিজয়ে এক আনন্দসভা অনুষ্ঠিত হয়।

টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর উদ্যোগে গত সোমবার টাওয়ার হেমলেটস এর স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে টাওয়ার হেমলেটস ফ্রেন্ড’স অব লেবার এর কোর- কো অরডিনেটর ডক্টর আনিছুর রহমানের আনিছের সভাপতিত্বে এবং নাজমা হুসেইন, হামিদা ইদ্রিস, শাহেদা রহমান ও আনোয়ার মিয়ার যৌথ উপস্থাপনায় অনুস্টিত অনুস্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন আব্বাস।

সভায় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, এই নির্বাচনের ফলাফল আগামী নির্বাচনে প্রভাব ফেলবে এবার আমরা একসাথে কাজ করলে লেবার দল অন্যন্য কাউন্সিলেও তাদের সুদৃঢ় বিজয় অরজন করতে পারবে। সাবেক লিডার হেলাল আব্বাস বলেন, একসাথে মিলেমিশে কাজ করলে আমরা যেকোন কাজে সফলতা পেতে পারি। লেবার দল গত ৪ তারিখ নির্বাচনে সারাদেশে নতুন ৬৩৫ জন কাউন্সিলর পেয়েছে এবং আরও ২৩টি কাউন্সিলে নতুন করে জয়লাভ করেছে।

অন্যদিকে টরি দল তাদের ৫০টি কাউন্সিলে ফেল করেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে লেবার দলের বিজয় নিশ্চিত করা সম্ভব আর এজন্য আমাদেরকে এক সাথে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক স্পিকার ভিক্টোরিয়া অভাজি, চিপ হুইপ কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর জেমস কিং, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মামুন রশিদ, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন, কাউন্সিলর মাহফুজ ফারুক, কাউন্সিলর সাবিনা খান, কাউন্সিলর লুতফা রহমান, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারী দেলওয়ার হুসেন, আনোয়ার পুনেকার, জাকির হুসেন জাহাঙ্গির, রফিক উল্লাহ, আনসারুল হক, মানবাধিকার কর্মী আনছার আহমেদ উল্লাহ, ব্যরিস্টার আবু সুফিয়ান, আলি আহমেদ বেবুল, হুসনে আরা মতিন,সাবেক কাউন্সিলর রুহুল আলম,আশিক রহমান, সাংবাদিক নাজমুল হুসেন, সাংবাদিক আব্বাস জামান, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সুয়েজ মিয়া, কামরুন নাহার, শিউলি সরকার, মাহমুদা বেগম, আবুল হুসেন, ফয়সল আহমেদ, শাকিল আহমেদ, সাইমুল, মিসবাহ মাসুম, আবুল কাশেম সহ আরও অনেকে। বিজ্ঞপি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।