জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৯ মে ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি রানের ইনিংস খেলেন মুশফিক

Jagannathpur Times BD
মে ৯, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ

৩৬ বছর পূর্ণ হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। জন্মদিনে ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি রানের ইনিংস খেলেন মুশফিক।

মঙ্গলবার (৯ মে ২০২৩) এদিন দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন মুশফিক। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই ৫২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ দুইশ পার করতে সক্ষম হয়।

৬৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫০ পূর্ণ করে দলকে সম্মানজনক স্কোর উপহার দিতে হাত খুলে খেলার চেষ্টা করেন মুশফিক। কিন্তু ডেথ ওভারে জশ লিটলের অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারি আপার কাটের মতো খেলতে গিয়ে পয়েন্ট বাউন্ডারিতে স্টিফেন ডোহেনির হাতে ধরা পড়েন মুশফিক।

৪৪.৫ ওভারে ২২০ রানে তার বিদায়ে  স্বীকৃত সব ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ৬টি চারে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

এদিন ওয়ানডে ক্যারিয়ারের ২৩০তম ইনিংসে ৪৪তম ফিফটি হাঁকান মুশফিক। ওয়ানডেতে তার ৯টি সেঞ্চুরি রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।