এস কে এম আশরাফুল হুদা :
অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ।
বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে।
শুক্রবার (১২ মে ২০২৩) দ্বিতীয় ওয়ানডে দেয় বৃষ্টি হানা। নির্ধারিত সময়ে খেলা শুরু করতে না পারায় ৫ ওভার কমিয়ে দেয়া হয়েছে। ৪৫ ওভারের খেলা শুরু হচ্ছে।
বৃষ্টি ভেজা মাঠে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডের একাদশ নিয়ে এই ম্যাচে নামছেন সফরকারীরা। ফলে এদিনের একাদশেও নেই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ।
আইরিশরাও আগের ম্যাচের একাদশ নিয়েই নামছেন। ম্যাচটি নির্ধারিত ওভারের চেয়ে কিছুটা সীমিত হওয়ায়, একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবেন। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। বাংলাদেশের ইনিংস শেষে আয়ারল্যান্ডের ইনিংসে বৃষ্টি হানা দিলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।