জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১২ মে ২০২৩, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনন্ত বিজয় স্মরণ: স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

Jagannathpur Times BD
মে ১২, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বিজ্ঞান লেখক  অনন্ত বিজয় দাশ হত্যার স্থানে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন তার সহযোদ্ধারা।

শুক্রবার (১২ মে ২০২৩) অনন্ত বিজয় হত্যার ৮ বছর পূর্তিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এমন দাবি জানানো হয়।

গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অনন্ত বিজয়ের ভগ্নিপতি সমর বিজয় সী শেখর, পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম ও তোফাজ্জল সোহেল, অনন্তর মামলার আইনজীবী মনির উদ্দিন আহমদ, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান, সংস্কৃতি কর্মী রিপন চৌধুরী, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের নিরঞ্জন সরকার অপু, অনন্ত বিজয়ের বন্ধু আবুল কাশেম, নাট্যকর্মী অরুপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, দেবজ্যোতি দাস দেবু, শহিদুজ্জামান পাপলু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্ত, সাবেক সভাপতি সপ্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক তানজিনা বেগম প্রমুখ।

শুক্রবার দুপরে স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অনন্ত বিজয় হত্যার পর থেকেই এই স্থায়ে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হচ্ছে। সিটি করপোরেশন থেকে বারবার এ ব্যাপারে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত অনন্ত বিজয় স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা।

উল্লেখ্য আট বছর আগে, ২০১৫ সালের ১২ মে নগরের সুবিদবাজার এলাকার দস্তিদার দিঘির পাড়ে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী গোষ্ঠি। অনন্ত হত্যার পর প্রয়াত যুবনেতা মঈনুদ্দিন খান জালালের উদ্যোগে এই স্থানে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

প্রতিবছরই অনন্ত হত্যার দিনে, এই অস্থায়ী স্মসৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও এই স্থানে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।