জগন্নাথপুর টাইমসরবিবার , ১৪ মে ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতল আবাহনী

Jagannathpur Times BD
মে ১৪, ২০২৩ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

স্পটস ডেস্ক :
তানজিমের শেষ ছোঁয়ায় চার বল বাকি থাকতে চার উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতল আবাহনী। এ নিয়ে রেকর্ড ২২তম বার ঢাকা লিগে চ্যাম্পিয়ন হলো তারা।

শনিবার ( ১৩ মে ২০২৩) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের শেষদিনে অঘোষিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল সাত উইকেটে ২৮২ রান করে। আবাহনী জবাব দেয় ছয় উইকেটে ২৮৫ রান করে।

আবাহনীর দুই ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাঈম ২৬.২ ওভারে ১৪৫ রান যোগ করেন। ৭৯ বলে নাঈম ৬৮, ৮১ বলে ৭২ রান করেন এনামুল। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ ৫৩ বলে ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাকের আলী (২৮ বলে ২১), অধিনায়ক মোসাদ্দেক হোসেন (২২ বলে ২২) ও তানজিম হাসানরা (৭ বলে ১২*) সঙ্গ দিয়েছেন আফিফকে।

এর আগে শেখ জামালের ইনিংসে অপরাজিত ৮৯ রান করেন অধিনায়ক নুরুল হাসান। ফিফটি পেয়েছেন তৈয়বুর রহমানও। ৫৩ রান করেন তিনি ৮৫ বলে। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল ৩৭ বলে ৪২ ও জিয়াউর রহমান ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো আবাহনী। শেখ জামাল লিগ শেষ করেছে ২৬ পয়েন্ট নিয়ে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।