নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথপুর বাজার সংলগ্ন নলজুর নদীর উপরস্থ পুরাতন ব্রীজটির স্থলে ৬০ মি. দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়নের স্বার্থে বিকল্প পথে হালকা যানবাহন চলাচলের জন্য এলজিইডি জগন্নাথপুরের জরুরী বিজ্ঞপ্তি ।
নিম্নে এলজিইডি জগন্নাথপুরের জরুরী বিজ্ঞপ্তি :
সম্মানিত জগন্নাথপুরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এলজিইডি এর আওতাধীন জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে জগন্নাথপুর বাজার সংলগ্ন নলজুর নদীর উপরস্থ পুরাতন ব্রীজটির স্থলে ৬০ মি. দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়নের স্বার্থে ২৪ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় পুরাতন ব্রীজটি ভাংগার কার্যক্রম শুরু হবে।
এমতাবস্থায় আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ হতে জগন্নাথপুর বাজার হতে নদীর পূর্বপাড়ে যাতায়াতকারী হালকা যানবাহনকে হ্যালিপ্যাড পয়েন্ট হয়ে ডাইভারশন ব্রীজ – সিএ মার্কেট সড়ক এবং নদীর পূর্বপাড় হতে জগন্নাথপুর বাজারে গমনকারী হালকা যানবাহনকে ডাক বাংলো – শহীদ মিনার ব্রীজ সড়ক ব্যবহার করতে বলা হলো।
অর্থাৎ ডাইভারশন ব্রীজ – সিএ মার্কেট সড়ক এবং ডাক বাংলো – শহীদ মিনার ব্রীজ সড়কে একমুখী চলাচলের ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য যে, উভয় সড়কে সকল ধরনের ভারী যানবাহন (বাস, ট্রাক, পিকআপ ইত্যাদি) চলাচল নিষিদ্ধ করা হলো।
জনস্বার্থে
এলজিইডি, জগন্নাথপুর, সুনামগন্জ