মুহাম্মদ সাজিদুর রহমান :
জগন্নাথপুরের আবু মিয়া সেলিম ব্রডল্যান্ড ডিস্টিক কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গ্রেইট ব্রিটেনে মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাঙালি বাংলাদেশীর গৌরব ও আনন্দের পালকে আরেকটি নাম যুক্ত হলো। সেই ভাগ্যবান হলেন- কমিউনিটি এক্টিভিস্ট রাজনৈতিক ব্যক্তি আবু মিয়া সেলিম ।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে লিবারেল ডেমোক্রেটের প্রার্থী হয়ে ব্রডল্যান্ড ডিস্টিক কাউন্সিল এর আইলসাম ওয়ার্ড থেকে অংশ গ্রহণ ১৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এই ওয়ার্ড থেকে প্রথম বারের মতো তিনি ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হয়ে কাউন্সিলর আবু মিয়া সেলিম বলেন, আমি মানুষের কল্যাণে ও ব্রডল্যান্ড ডিস্টিক কাউন্সিল এর আইলসাম ওয়ার্ডের সার্বিক উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই। এটি আমার নৈতিক দায়িত্ব। আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে যেতে পারি এরজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।
উল্লেখ্য ব্রিটেনের মেইনস্টিম রাজনীতিতে সম্পৃক্ত তরুণ মেধাবী কাউন্সিলর আবু মিয়া সেলিমের পৈত্রিক গ্রামের বাড়ি সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার মকরমপুর গ্রামে।