জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৯ মে ২০২৩, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার জাহেদ চৌধুরী, এজিএম সম্পন্ন

Jagannathpur Times BD
মে ১৯, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সালেহ আহমদ :

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত। নতুন স্পিকার নির্বাচিত, কেবিনেট ও কমিটি পুনর্গঠন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন স্পিকার জাহেদ চৌধুরী এবং ডেপুটি স্পিকার সাইফ উদ্দিন খালেদ নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৭ মে ২০২৩) হোয়াইটচ্যাপেলে নতুন টাউন হলে এই এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ল্যান্সবারি ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী কাউন্সিলর জাহেদ চৌধুরী বরোর নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

নতুন ডেপুটি স্পিকার হলেন কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, যিনি ব্রমলি নর্থ ওয়ার্ডের কাউন্সিলর।

নির্বাচিত হওয়ার পর কাউন্সিলের চেম্বারে বক্তৃতাকালে, নতুন স্পিকার বলেন, “এটা জেনে সম্মানিত যে সহকর্মীরা টাওয়ার হ্যামলেটসের দূত হওয়ার জন্য আমার প্রতি তাদের বিশ্বাস স্থাপন করছেন। টাওয়ার হ্যামলেটস হচ্ছে এমন একটি জনপদ, যেটাকে আমি ৪০ বছর ধরে আমার বাড়ি বলে আসছি, এবং আমি এখানে বসবাস করতে পেরে সত্যিই গর্বিত।
তিনি যোগ করেছেন: “আজ আমি টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত স্পিকার হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন তার জন্য আমি বিনীত এবং কৃতজ্ঞ। সবাইকে অনেক ধন্যবাদ।”

স্পিকার জাহেদ চৌধুরী নিশ্চিত করেছেন যে আগামী বছরের জন্য তার নির্বাচিত দাতব্য প্রতিষ্ঠান হবে সেন্ট জোসেফস হসপিস এবং ইডেন কেয়ার। এই চ্যারিটি সংস্থা নানা অসুস্থতা যারা জীবনের শেষ সময়ে উপনীত হয়েছেন এমন ব্যক্তিদের জন্য সহানুভূতিশীল যত্ন এবং সহায়তা প্রদান করে থাকে।

এজিএমে মেয়র লুৎফুর রহমান সহ সব দলের কাউন্সিলররা বিদায়ী স্পিকার শাফি আহমেদের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন স্পিকারকে স্বাগত জানান

বর্তমান কেবিনেট পোর্টফোলিও এবং বেশ কয়েকটি মূল কাউন্সিল কমিটির চেয়ারে কিছু পরিবর্তনের বিষয়েও সভায় অনুমোদিত হয়।

বর্তমান মন্ত্রিসভায় দুটি পরিবর্তন হয়েছে। কাউন্সিলর আবু তালহা চৌধুরী, যিনি পূর্বে জবস, স্কিলস এন্ড গ্রোথ (চাকুরি, দক্ষতা এবং প্রবৃদ্ধি) বিষয়ক কেবিনেট মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি এখন সেইফার কমিউনিটিজ বিষয়ক লীড মেম্বারের দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলর আব্দুল ওয়াহিদ চাকরি, দক্ষতা এবং প্রবৃদ্ধির বিষয়ক লীড মেম্বার হিসেবে কেবিনেটে যোগদান করেছেন।

এজিএম এ হালনাগাদ মন্ত্রিসভার পোর্টফোলিও এবং লীড মেম্বাররা হলেনঃ
ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন এন্ড লাইফলং লার্নিং – কাউন্সিলর মাইয়ূম তালুকদার।

কেবিনেট মেম্বার ফর রিসোর্সেস্ এন্ড কস্ট-অব-লিভিং – কাউন্সিলর সাইদ আহমেদ।
কেবিনেট মেম্বার ফর রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং – কাউন্সিলর কবির আহমেদ।
কেবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ক্লাইমেট ইমার্জেন্সি – কাউন্সিলর কবির হোসেন।
কেবিনেট মেম্বার ফর হেলথ, ওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার – কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী।
কেবিনেট মেম্বার ফর জবস, স্কিলস এন্ড গ্রোথ – কাউন্সিলর আব্দুল ওয়াহিদ।

কেবিনেট মেম্বার ফর ইক্যুয়ালিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশন – কাউন্সিলর সুলুক আহমেদ।

কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ – কাউন্সিলর আবু তালহা চৌধুরী।

কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন – কাউন্সিলর ইকবাল হোসেন।

এজিএম এ বেশ কয়েকটি মূল কমিটির চেয়ারম্যানরাও নিশ্চিত হয়েছেনঃ
ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটি – কাউন্সিলর মুস্তাক আহমেদ।
ডেভেলপমেন্ট কমিটি – কাউন্সিলর কামরুল হোসেন।
কৌশলগত ডেভেলপমেন্ট কমিটি – কাউন্সিলর আমিন রহমান।
জেনারেল পারপাস কমিটি – কাউন্সিলর শফি আহমেদ।
অডিট কমিটি – কাউন্সিলর হারুন মিয়া।
পেনশন কমিটি – কাউন্সিলর আহমদুল কবির।
লাইসেন্সিং কমিটি – কাউন্সিলর আনা মিয়া।
হিউম্যান রিসোর্সেস কমিটি – কাউন্সিলর বেল্লাল উদ্দিন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।